মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পপতি এবং কুড়িগ্রাম সেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক,আলহাজ্ব ডা.আবুল কালাম আজাদ সদস্য ফরম পূরণের মাধ্যমে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব ডা. আক্কাস আলী সরকার ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
ডা. আবুল কালাম আজাদ কে ফুল দিয়ে বরণকালে তিনি বলেন, আজ থেকে আমি জনতার খাদেম হিসাবে কাজ করতে চাই।
আমার ক্লিনিকে গরীব অসহায় মানুষের জন্য আমি বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো এবং আজ যেই দলে যোগদান করলাম সেই দলের সাথে আমরণ থাকবো ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি, আগামী ১৫,১৬,ও ১৭ ফেব্রুয়ারি-২০২৩ ঐতিহাসিক চরমোনাই মাহফিলে উপস্থিত থাকার ঘোষণা দেন।
এস.আই/