ইসলামের ভাষ্য হলো- ‘পূণ্য কখনো শেষ হয় না’। যা ফের দেখা গেলো পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত রাষ্ট্র বুরুন্ডির এক যুবকের ক্ষেত্রে।
রোববার আলজাজিরা জানায়, ওই যুবক তার সব সম্পদ কিছু এতিমদেরকে দান করেছিলেন। এর কয়েক বছর পর ওই এতিম শিশুদের দেখতে এলে যুবককে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা। এতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ওই যুবক।
সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। যা সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়- দান করার কয়েক বছর পর যখন যুবকটি এতিমদের দেখতে আসেন, তখন তাদের সবাই উচ্ছ্বাসে তাকে ঘিরে ধরছে এবং তাকে মাথায় উঠিয়ে নিচ্ছে। সূত্র : আলজাজিরা
এন.এইচ/