পবিত্র ওমরাহ আদায়ের জন্য সৌদি আরব সফর করেছেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। এ সফরে রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায়ের সৌভাগ্য অর্জন করেছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।
মঙ্গলবার জিও নিউজের উর্দু ভার্সনে জানানো হয়, পবিত্র এ স্থানে আফ্রিদির নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। অনেক ভক্ত তাকে এ স্থানে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এবং তার জন্য শুভ কামনা জানিয়েছেন।
এর আগে, ওমরাহ আদায়ের সময়কার পবিত্র কাবাঘরের সামনে দাঁড়ানো একটি ছবি টুইটারে শেয়ার করেন আফ্রিদি। ওই ছবি শেয়ারের মাধ্যমে ভক্তদের তিনি ওমরাহ পালনের বিষয়টি জানান।
একইসাথে আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- উঁচু একটি ভবনে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী সা:-এর মনোরোম ও হৃদয়গ্রাহী দৃশ্য অবলোকন করছেন শাহিন শাহ আফ্রিদি।
জিও নিউজ জানায়, ওমরার সফর শেষে আফ্রিদি দেশে ফিরে এসেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে- দেশের বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।