নাছির উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৭০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা পানিডুবী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা মাঠে কাজলদিঘী কালিয়াগঞ্জ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থী সহ প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান ও দ্বিতীয় স্থান অর্জনকারী মোট ২৭০ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোদা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মেনহাজুল ইসলাম, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুলসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
আর.আই/