আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদরা দীর্ঘদিন পর্যন্ত কনকনে ঠান্ডায় অনেক কষ্ট করে আবাসিক থাকে, এমন সংবাদ জানতে পারেন দানশীল সৌদি প্রবাসী আবুল কাশেম, অতঃপর অসহায় শীতার্ত বাচ্চাদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করেন।
গতকাল (১৭ই জানুয়ারি) ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়কারী ইয়ামিন হোসেন ও সহ সভাপতি ইকবাল হোসেন এবং কবির মালের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শীতবস্ত্র পাঠিয়ে দিলেন।
শিক্ষার্থীরা কম্বল,জ্যাকেট ও সুয়েটার পেয়ে খুবই খুশি হয়ে প্রবাসী আবুল কাশেমকে ধন্যবাদ জানান।
প্রবাসী আবুল কাশেম বলেন, এ শিশুরাতো এ বয়সে মায়ের কোলে থাকার কথা কিন্তু কুরআন শিখতে তারা আজ কনকনে শীতের মধ্যে আবাসিকভাবে থাকে, তাছাড়া কেউ কেউ এতিম তাই আমি খবরটি শুনে প্রতি বছরের ন্যায় এবারো কম্বল, সুয়েটার ও জ্যাকেট পাঠিয়েছি।
তিনি আরও বলেন, সমাজের সচেতন মানুষদের সামর্থ্য অনুযায়ী গরীব, দুস্থ, হতদরিদ্র,অসহায়,অবহেলিত শীতার্তদের পাশে থাকার জন্য আহ্বান করেন।
আর.আই/