মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা আজ ১৬ জানুয়ারি কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়নের সোনালীর কুটি, গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ইতিহাসে এই প্রথম কোন খেলায় লক্ষাধিক নারী ও পুরুষ একত্রে সমাগম হয়েছে।
সোনালীর কুঠি গ্রামের যুবকদের উদ্ধগে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহি এই মই খেলা।
খেলা দেখতে দুরদুরন্ত থেকে পংজ্ঞপালের ন্যায় ছুটে আসে লক্ষাধিক নারী ও পুরুষ।
খেলা দেখতে আসা কিছু যুবক এবং মুরুব্বিদের সাথে কথা হলে, তাঁরা জানান, আমাদের জীবনে এই প্রথম কোন খেলায় এতো মানুষকে একত্রে জমায়েত হতে দেখলাম।
কুড়িগ্রামের ইতিহাসে কোন খেলায় লক্ষাধিক মানুষের উপস্থিতি দেখে আমরা সত্যি খুবই আনন্দিত।
মই খেলার আয়োজক কমিটির সাথে কথা হলে তাঁরা জানান, ধান কাটার পর বিশাল উদ্যান ফাঁকা থাকায় আমরা এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করেছি।
কিন্তু এতো লোকের সমাগম ঘটবে তা আমরা কল্পনা করতে পারিনি।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক জানান, এই প্রথম আমার ইউনিয়নে কোন খেলায় এতো লোকের সমাগম হয়েছে।
খেলা দেখতে আসা নারী পুরুষ উভয় যে সুন্দর ভাবে খেলা উপভোগ করতে পারে তাঁর জন্য ইউনিয়নের পক্ষ থেকে আমি চৌকিদার কে পাটিয়েছি।
আশা করছি খুব সুন্দর ভাবেই ফাইনাল খেলা পযন্ত খেলা দেখতে আসা লোকেরা খেলা উপভোগ করতে পারবে।
এস.আই/