এমরান হোসাইন, পল্টন থানা প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আয়োজনে রাত ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শেখ রাসেল পার্কে মানবতার দেয়াল প্রতিষ্ঠা করা হয়।
মানবতার দেয়াল প্রতিষ্ঠাকালীন নগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাইনুল ইসলাম বলেন, প্রচন্ড শীতে রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষ বস্ত্রের অভাবে হাহাকার করছে। তাদের দেখার মত মানুষ নেই। অথচ একশ্রেণীর মানুষ যারা বাংলাদেশী টাকা পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করছে। তাই তাদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব দাঁড়িয়েছে।
মানবতার দেয়াল প্রতিষ্ঠা করার মুল উদ্দেশ্য হলো কোন কিছুই যেন ফেলে দিয়ে নষ্ট না করা হয়। একজনের অপ্রয়োজনীয় জিনিস আরেক জনের প্রয়োজন হতে পারে কিন্তু সেটা ফেলে দিলে আর কেও নিতে আগ্রহী হবে না। একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি সবার অপ্রয়োজনের জিনিস এক জায়গায় রাখা হয় তাহলে প্রয়োজন অনুযায়ী যে যার যারটা এই প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবে। একটা সমাজ বা দেশ বদলাতে অনেক কিছু লাগে হয়তো। কিন্তু সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো সুস্থ্য ও সুন্দর চিন্তা। ‘মানবতার দেয়াল’ এমনই একটি সুস্থ্য ও সুন্দর চিন্তার প্রকাশ যা বদলে দিতে পারে সমাজ বা দেশ।
নগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাইনুল ইসলামের নেতৃত্বে মানবতার দেয়াল প্রতিষ্ঠায় উপস্থিত ছিলেন; নগর পূর্বের দাওয়াহ সম্পাদক আবু সুফিয়ান নোমান,অর্থ ও কল্যাণ সম্পাদক সরদার মুহিবুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এমরান হোসাইন সাদিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, ও নগর পূর্বের সাবেক কার্যনির্বাহী সদস্য রায়হান বিন জাফর প্রমুখ।
এস.আই/