শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় জবঘর২৪.কম ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে মহানগরীর খালিশপুরে প্রভাতি স্কুল ময়দানে এ পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সস্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসির প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্নাসহ কেসিসির একাধিক ওয়ার্ডের কাউন্সিলর।
এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জবঘর২৪.কমের সিইও পলাশ চন্দ্র রায়, তানিশা প্রোপার্টিজের সিইও শেখ শরিফুল ইসলাম প্রমুখ।
ইউনিটি ক্রিকেট একাডেমির আয়োজনে আয়োজক কমিটির আহবায়ক কাজী ফয়েজ মাহমুদ ও সদস্য সচিব হাফিজুর রহমান মিলনের তত্ত্বাবধায়নে ৩২ দলের ১ মাস ১০ দিন ব্যাপী এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন হয় তানিশা প্রোপার্টিজ। রানার্স আপ হয় মাসুদ মেমোরিয়াল।
অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১৫০ সিসি এপাসি ফোরবি মটরসাইকেলের চাবি পুরষ্কার হিসেবে তুলে দেন। অনরূপভাবে রানার্স আপ দলকে দেন ১৬ সিএফটি ফ্রিজ। ম্যান অব দ্যা সিরিজকে দেওয়া হয় ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।
এস.আই/