রবিউল ইসলাম রেজা,ক্যাম্পাস প্রতিনিধি:গোপালগঞ্জের হাইশুর কাশিয়ানী বৃদ্ধাশ্রমে অসহায় মা-বাবাদের সাথে শীতবস্ত্র বিতরণ, একদিনের প্যাকেজ খাবার ও আনন্দ ভাগাভাগি করেন ঢাকায় অবস্থানরত একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন “আমরা সবাই রাজা”
গতকাল ১৩ই জানুয়ারি রোজ শুক্রবার ঢাকা থেকে একদল শিক্ষার্থী দক্ষিণবঙ্গের গোপালগঞ্জে হাইশুর কাশিয়ানী বৃদ্ধাশ্রমে অসহায় মা-বাবাদের শীতবস্ত্র বিতরণ করেন, বৃদ্ধাশ্রমটিতে সদস্য সংখ্যা প্রায় ৩০ জন ‘তাদের জন্য এক দিনের খাবার,শীত বস্ত্র-বিতরনের ব্যবস্থা করা হয়, এতে পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আহমেদ নুর,
সহযোগিতায় ড. তাসলিমা এবং জনাব শাহিন আহমেদ, এছাড়াও স্বেচ্ছাসেবীগন ছিলেন মোঃ নুর ইসলাম, অলি আহমেদ নোমান, শাখাওয়াত হোসেন তানিমা সুলতানা, নির্ঝরা শাইর, তাহরিয়া তাবাসসুম যুথি, সিহাব সরকার, জান্নাতুল কিইফে সুবর্ণা, আজিজুর রহমান,মোঃআলম, রবিউল ইসলাম রেজা, সহ প্রমূখ।
এস.আই/