তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কয়েকদিন আগে বিএনপি যে অবস্থান কর্মসূচি পালন করল, সেখানে দেখা গেছে যত হাঁকডাক দিয়েছিল, হাঁস ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয় সেটাই। ১৬ তারিখের সমাবেশ বা মিছিল ওই হাঁসের ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয়, এটা ছাড়া অন্য কিছু না।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষের এখন হাসি পায়। জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর থেকেই বিএনপি কঠোর, কঠোরতর এবং বিভিন্ন সময় নানা ধরনের নাম দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। একবার আন্দোলন করার পর বলে যে, শীতের পরে আন্দোলন হবে, গ্রীষ্মের পরে হবে, বর্ষার পরে হবে, বার্ষিক পরীক্ষার পরে হবে। এভাবে নানা টাইম তারা দিয়েছে বিভিন্ন সময়। গত ১৪ বছর ধরে তারা যে ঘোষণা দিয়েছে, আগামী ১৬ জানুয়ারির কর্মসূচি, তাদের সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু না।