আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নাইম নামে ৭ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাড়ি থেকে স্কুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাইম ওই ইউনিয়নের ১৮নং চর নলুয়া কো-ইড বেসরাকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই গ্রামের শাহাবুদ্দিন মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে নাইম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলের কাছাকাছি গিয়ে একটি আঞ্চলিক সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
” শিশু ছেলের রক্তাক্ত মরদেহ সামনে রেখে অশ্রুসিক্ত চোখে নাঈম এর মা বিবি কুলসুম আক্তার আহাজারিতে বলেন, “আমার নাড়িছেঁড়া ধন কি আর স্কুলে যাবে না”? আমার প্রাণ পাখিটা আমাকে একা করে কেন চলে গেলো গো”?
এন.এইচ/