সমাজের প্রতিটি শিক্ষার্থীর কাছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত পৌছে দিতে হবে। কোনো বিপ্লব কিংবা আদর্শ প্রতিষ্ঠার জন্য সেই আদর্শের প্রচার-প্রসার অত্যন্ত জরুরী। পর্যাপ্ত পরিমানে দাওয়াত না দিলে সেই আদর্শ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন ডেমরা থানার অন্যতম শাখা ৬৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মুস্তাফির রহমান উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি,মুহাম্মদ উনাইস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম.আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬৮নং ওয়ার্ডের সভাপতি, নজরুল ইসলাম কাজল, ইসলামী যুব আন্দোলন ডেমরা থানা শাখার সহ-সভাপতি, মাওলানা আবু উবাইদা ইবরাহিমী, ইসলামী যুব আন্দোলন ৬৮নং ওয়ার্ডের সভাপতি, নাসির উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সহ-সভাপতি, মুহাম্মদ হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৬৮নং ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।
সম্মেলন শেষে ৬৮নং ওয়ার্ডের ২০২২ইং শেসনের কমিটি বিলুপ্ত করে ২০২৩শেসনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি, এইচ এম আশরাফুল ইসলাম, সহ-সভাপতি, জাহিদুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক, মুহাম্মদ শফিকুল ইসলাম।
অতঃপর মাওলানা আবু উবাইদা ইবরাহিমী এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
এন.এইচ/