ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পীর সাহেব চরমোনাই নগর নেতৃবৃন্দ কে সার্বিক দিকনির্দেশনা দিয়ে বলেন, আগামীর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। দেশ ও মানবতার কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। নিজেদের জীবনকে ইসলামের রং এ রঙিন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ,বরিশাল মহানগরীর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন,সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান,সদ্য সাবেক অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন,বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম প্রমুখ।
এস.আই/