ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর প্রতিবেশী দেশ উজবাকিস্তান সফর থেকে গত সোমবার দেশে ফিরেছেন। তিনি উজবাকিস্তান সফরকে সফল বলে অভিহিত করেছেন।
গত সোমবার (২ জানুয়ারি) তিনি কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আফগানিস্তানে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান ও উজবেকিস্তানের সাথে আরো কয়েক বছরের জন্য বিদ্যুৎ চুক্তির মেয়াদ বাড়ানোই ছিল এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যা সম্পূর্ণরূপে অর্জিত হয়েছে।
মন্ত্রী মনসুর বলেন, “এই সফরে বিদ্যুৎ সমস্যার সমাধান ও চুক্তি নবায়নের পাশাপাশি পানি ও জ্বালানি প্রকল্পে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা করা হয়েছে যা আশা করি ভবিষ্যতে ভালো ফল বয়ে আনবে।”
এছাড়াও এ সফরে দুই পক্ষই উজবেকিস্তানে আফগান নাগরিকদের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, মধ্য এশিয়ার অন্যতম প্রতিবেশী দেশ উজবেকিস্তান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বন্ধু। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে আমেরিকার বাহিনী প্রত্যাহারের পর কিছু দেশ তাদের কূটনৈতিক মিশন চালু রেখেছিল যার মধ্যে উজবেকিস্তান অন্যতম।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি