মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
সোমবার (২রা জানুয়ারি’২৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আল মুহাম্মাদ ইকবাল কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল (২রা জানুয়ারি’২৩) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সম্মেলন।
উক্ত সম্মেলনে ইসলমী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর বর্তমান সাধারণ সম্পাদক আল মুহাম্মাদ ইকবালের নাম ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় সম্মেলন শেষে আল ইকবালের চট্টগ্রাম আগমনের সংবাদ পেয়ে প্রায় রাত ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিনের নেতৃত্বে তার বাসভবনে ছুটে যান চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের একটি দল। সেখানে তারা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে আল মুহাম্মাদ ইকবালকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তানজুন মোল্লা, প্রকাশনা ও দফতর সম্পাদক শাহাজান, কার্যনির্বাহী সদস্য-১ আবসার উদ্দিন ইফতি সদস্য-২ মুজাহিদুল ইসলাম প্রমূখ।