এমরান হোসাইন সাদিক, পল্টন থানা প্রতিনিধি:
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব।
রবিবার (০১ জানুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে রাজধানীর মতিঝিল,কমলাপুর,যাত্রাবাড়ী ও পল্টন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে নগর সভাপতি বলেন, ঠান্ডা আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের প্রকোপে কাতর সমাজের পিছিয়ে পড়া দারিদ্র মানুষগুলো। গরীব অসহায় দারিদ্র মানুষের প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের দায়িত্ববোধ থেকেই সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শীতের কষ্ট সেই বুঝে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেয়ার জন্য একটি কম্বল দিতে পারার মধ্যে অনেক আনন্দও আছে। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনার একটু সহযোগিতায় একজন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নগর সভাপতি ইউসুফ পিয়াসের নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. রিদওয়ান খান রিয়াদ, দাওয়াহ সম্পাদক আবু সুফিয়ান নোমান, প্রকাশনা ও দফতর সম্পাদক শফিকুল ইসলাম মুহাম্মাদ, অর্থ ও কল্যাণ সম্পাদক সরদার মুহিব্বুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এমরান হোসেন সাদিক, আলিয়া মাদ্রাসা সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
আর.আই/