মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর কটুক্তির প্রতিবাদে আজ বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল অনুস্ঠিত হয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে, বক্তারা বলেন মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.) কে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান সইবে না আর মুসলমান।ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার কতৃক মহানবী (সঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি করে বিজেপি সকরার তাদের মুসলিম বিদ্বেষী হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে।ভারত বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিতে চায়। বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ভারতে মহানবী (সঃ) ও হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে মুসলিম প্রধান দেশগুলো নিন্দা জানিয়েছেন,সাথে সাথে ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে বোবা ভূতের ন্যায় নিরব দর্শক। যা বাংলাদেশের নবীপ্রেমিক শান্তিকামী জনতার কলিজায় আঘাত করেছে। তাই অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচারণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।
পরিশেষে বক্তারা ভারতীয় পন্য বয়কটের আহবান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম,বরিশাল মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস, প্রচার ও দাওয়াহ সম্পাদক এনামুল হক শামীম রাঢ়ী, অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.শেখ আব্দুল্লাহ নাসের, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপ্যাল ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ ফজলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম সহ নগর ও থানা নেতৃবৃন্দ।






