আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়ালে’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বক্তব্যে তিনি বলেন, দেশের সাধারন জনতা যতবারই তাদের দেয়া আশ্বাসকে বিশ্বাস করেছে ঠিক ততবারই প্রতারিত হয়েছে। এজন্য সাধারণ মানুষ আর তাদের ক্ষমতার মসনদে দেখতে চায় না।
তিনি রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে হাতপাখা কে বিজয়ী করার লক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি ও ঘোষণা করেন।
উক্ত পথসভায় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু সহ আরও অনেক নেতৃবৃন্দ।
এন.এইচ/