সাইফুল ইসলাম,টাঙ্গাইল:- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতা মির্জা আব্বাসসহ জাতীয় নেতৃবৃন্দেরর মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গণমিছিল এবং গায়েবী মিথ্যা মামলা, গ্রেফতার, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে একটি গণ মিছিল বের হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এস আই/