মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে শুরু হয়ে কাকরাইল মোড় প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে এসে সমাপ্ত হয় বিশাল এ পতাকা র্যালী।
এসময় র্যালীতে অংশগ্রহণকারী হাজার হাজার নেতাকর্মীর হাতে জাতীয় পতাকা শোভা পায়। ব্যানারের পেছনের সারিতে জাতীয় পতাকার রঙে লাল সবুজ পাঞ্জাবি পরিহিত কর্মীরা অংশ নিয়ে দেশপ্রেমের অনন্য নজরানা পেশ করেন।
দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে পতাকা র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।
এস.আই/