বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায় বলে জানায় পরিবার।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ জানাননি ড. শফিকুল ইসলাম।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় দলটির প্রচার বিভাগ থেকেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে জামায়াত আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর মৌচাক এলাকায় বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানান দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
এস.আই/