ইব্রাহিম খলিল, ঝালকাঠিঃ
ঝালকাঠিতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ছাত্রলীগের ছয় নেতাকর্মী।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটেছে। বাস দুটিতে জেলা ছাত্রলীগের নেতারা ছিল। নেতাকর্মীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলেন।
হামলার তথ্য নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষ করে ফিরার পথে ঝালকাঠি ব্রাকমোড় ব্রিজের ওপর আসলে আমাদের বাস দুটি লক্ষ্য করে পাঁচটি বোমা নিক্ষেপ করে। এতে ছয়জন নেতাকর্মী আহত হয়। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে। আমাদের হত্যার উদ্দেশে বাসে বোমা মেরেছে। আমরা আইনি ব্যবস্থা নিবো।
ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীদের গ্রেফতারের অভিযান চালানো হবে।
এস.আই/