আল আমীন,ভোলা প্রতিনিধিঃ ভোলায় ৩১ তম আন্তর্জাতিক এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ পালিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গন থেকে অতিথিসহ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-কর্মচারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এরপর অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতা ভিক্তিক বিশ্ব বির্ণিমানের উদ্ভাবন” এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন “অগ্রদূত সংস্থা-এএস” কর্তৃক পরিচালিত “অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়”-এর হলরুমে সংস্থা ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন, অগ্রদূত সংস্থা-এএস এনজিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে বা বাদ পড়ছে। যার ফলে উন্নয়নের ধারাবাহিকতা অনেকটা ধীর হচ্ছে। এই বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তির অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়। তাই এই উন্নয়নের যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সঙ্গে দাবি জানাচ্ছি, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে যেন সরকার স্বকৃীত এবং এমপিও প্রদান করে।
এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম রুবেল ও অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এস.আই/






