নাজমুল হাসান: ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন-২৩ আজ সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় সম্মেলনের সবপ্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ প্রেজেন্ট নিউজকে বলেন, সম্মেলনটি ঐতিহাসিক পল্টন মোড়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে শনিবার সকাল ৯টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সম্মেলনের সব প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখবেন বরেণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।
সম্মেলন শেষে ২০২৩ সেশনের কমিটি ঘোষণা করা হবে।






