সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১২নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
নির্বাচনকে ঘিরে গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মান্নান।
সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসভা, মিটিং, উঠান বৈঠক সহ বিভিন্ন ভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
ইউনিয়নের একাধিক ভোটার জানিয়েছে, এতোদিন যাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করেছি তাদের দিয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।এবার যেহেতু ইসলামের পক্ষে একজন সৎ ও যোগ্য প্রার্থী পেয়েছি, তাই এবার ভুল করবোনা হাতপাখা মার্কায় ভোট দিতে।
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান প্রেজেন্ট নিউজকে বলেন, ইউনিয়নবাসী আমার পাশে রয়েছে। নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাব এবং ইউনিয়নের সকল জনগনের সুখে দুঃখে পাশে আছি থাকব সব সময়।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন পরিবেশ সুষ্ঠু থাকলে আশাকরি আমি হাতপাখা প্রতীকে বিজয় অর্জন করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম বলেন, ইউনিয়ন জুড়ে আমাদের প্রার্থীর অবস্থান ভালো, আমরা পুরো ইউনিয়নে ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, ভোট সুষ্ঠু হলে আমরা বিজয়ী হবো।
তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনগুলোতে আমাদের হাতপাখার প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বেশিরভাগ জায়গায় ক্ষমতাসীন দলের লোকেরা ভোট দিতে বাঁধা দিয়েছে,যেখানে কিছুটা সুষ্ঠু ভোট হয়েছে সেখানে আমাদের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে। আমরা আশাকরি, ভোট সুষ্ঠু হলে সংগ্রামপুরে আমাদের প্রার্থীই বিজয়ী হবে।
ঘাটাইল উপজেলায় আগামী ২৯ ডিসেম্বর ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এস.আই/