মোকলেছুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেললাইনের পাশে বসে গাঁজা সেবনের সময় দুজনকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, থানা পাড়া এলাকার বিক্রম আলীর ছেলে মো, জাহাঙ্গীর আলম (৪৩) ও ছোট কুষ্টারী এলাকার মৃত শামসুল হকের ছেলে আজিজুর রহমান ওরফে আইজল (৪৫)।
থানা সুত্রে জানা গেছে, শনিবার ১৯ নভেম্বর রাত নয়টায় চিলমারী মডেল থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আজিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকারী দল মাটিকাটা মোড়ের পুর্ব দিকে রেল লাইনের পাশ থেকে গাঁজা সেবনের সময় জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান ওরফে আইজলকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় দুজনকে আটক করে থানায় রাখা হয়েছে। আজ রবিবার মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।আর মাদক বিরোধী অভিযান চলছে এবং নিয়মিত চলবে।






