সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল খেলার আর মাত্র কয়েকদিন বাকি। গ্রাম কিংবা শহর সব জায়গা মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের আনন্দে। চা স্টল বা হাট বাজার সব জায়গায় চলছে খেলার গল্প।
নওগাঁ জেলার প্রতিটি মোড়ে, বাসা-বাড়িতে ও গাড়ির মধ্যে দুলছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের পতাকা। তাদের মধ্যে বেশিরভাগই চোখে পড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পতাকা। প্রতিটি পতাকার পাশে অথবা উপরে রয়েছে লাল সবুজে তৈরি বাংলাদেশের পতাকা।
শুধু পতাকা টাঙানোতেই থেমে নেই সমর্থকরা। কার পতাকা বেশি বড় এই নিয়ে চলছে প্রতিযোগিতা। আকর্ষণীয় বিষয় হচ্ছে নওগাঁর পোরশা উপজেলার মোল্লাপাড়া গ্রামে আর্জেন্টিনা দলের সমর্থকরা ১২০ ফিট আর্জেন্টিনার পতাকা টাঙালে ব্রাজিল দলের সমর্থকরা ২৭০ ফিট ব্রাজিলের পতাকা টাঙায়। পতাকা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা প্রতিনিয়ত আসে।
ছোট বড় যেকোনো বয়সের মানুষকে কোন দল করেন এমন প্রশ্নের জবাবে কেউ বলে ব্রাজিল, কেউ বলে আর্জেন্টিনা, আবার কেউ কেউ জার্মানি, পর্তুগাল, স্পেন এসব দেশের নাম। কিন্তু রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এসব রাজনৈতিক দলের কথা কেউ বলছেনা।
খেলাকে কেন্দ্র করে নিয়ে খেলাঘরে জার্সি কেনার ধুম পড়েছে। ছোট বড় সবাই জার্সি কেনার জন্য ভিড় করতেছে দোকানে। বাঁশের মাথায় পতাকা বেধে কাঁধে করে নিয়ে রাস্তাঘাট ও হাট বাজারে বিক্রি করা হচ্ছে।
ব্রাজিল সমর্থক নাহিদ হাসান বলেন আমি যখন ছোটো ছিলাম তখন রোনালদিনহোর খেলা দেখে আমাকে ভালো লাগে। তারপর থেকে আমি ব্রাজিলকে সমর্থন করি। এছাড়াও ব্রাজিল সবচেয়ে বেশি কাপ পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এবারেও শিরোপা ব্রাজিল জিতবে।
আর.আই/