আলম গাজী, খুলনা প্রতিনিধি:
আজ (১৭ নভেম্বর) বৃহস্পতিবার খুলনা শহরের অদূরে ডুমুরিয়া থানাধীন কৈয়া বাজার টু মোস্তর মোড় রোডের মাঝামাঝি রাজবাধ হ্যাচারী এলাকায় আজ বৃহস্পতিবার ফজরের আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো তাবলিগ জামাতের খুলনা জেলা ইজতেমা।
খুলনা জেলার প্রতিটা থানা-উপজেলার লক্ষাধিক মুসল্লি ছাড়াও এবারের জেলা ইজতেমায় উপস্থিত আছে মিশর, সোমালিয়া, তুর্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতসহ বেশ কয়েকটি বিদেশি জামাত।
আজ বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়ে শনিবার বা’দ ফজরের দোয়ার মধ্য দিয়ে শেষ হবে এবারের খুলনা জেলার ইজতেমা।
আর.আই/