আল আমীন, ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে বালতি ভর্তি পানিতে ডুবে তাসরিফা আহমেদ তুষা (০২)নামের এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ৩ টার দিকে দুলারহাট থানার আহম্মেদপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তুষা একই এলাকার মো.তোফায়েল আহমেদ এর মেয়ে।
দুলারহাট থানার এসআই নজরুল ইসলাম একাত্তর পোস্ট কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক বরাত দিয়ে এসআই নজরুল ইসলাম জানান, শিশু তুষা’র মা রান্নার কাজে রান্না ঘরে ব্যস্ত ছিলেন। এমন সময় শিশু তুষা ঘরে খেলা করছিলেন। কিছু সময় পর তুষার মা তুষাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করেন। পরে ঘরে এসে দেখেন পানি ভর্তি বালতির উপর দিয়ে শিশু তুষার পা দু-খানা দেখা যাচ্ছে। তার চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তুষাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় দুলারহাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর.আই/