সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
উত্তরের জেলা নওগাঁ। বইতে শুরু করেছে শীতের হাওয়া। মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।শুরু হয়ে গেছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধানকাটার গান ও বাসা বাড়িতে বিভিন্ন পিঠা পুলির উৎসব মনে করিয়ে দেয় নবান্নের কথা।
প্রতি বছরের মতো আজ বুধবার পহেলা অগ্রহায়ণে নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় দিনব্যাপী এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
সকাল থেকেই শহরের সমবায় চত্বরে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ জড়ো হন। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে তুলে ধরা হচ্ছে গান, নৃত্য ও কবিতার ভাষায় ফসল কেন্দ্রিক জীবনযাত্রা। শিল্পীদের কণ্ঠে কখনও একক, কখনো দলীয় গান। কখনও আবার গানের সঙ্গে সমবেত নৃত্য। নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য বসেছে পিঠাপুলির মেলা।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর আয়োজনে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
আর.আই/