এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মেসবা উল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক,উপজেলা মহিলা কর্মকর্তা তাহমিনা তামান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল ফারভেজ,উপজেলা নির্বাচন অফিসার আরিফুল ইসলাম,উপজেলা পল্লীসঞ্চয় ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানা সাব ইন্সপেক্টর (এসআই) আকতার হোসেন,চরকাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মোহাম্মদ সবুজ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।