মাহমুদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি:
মনোহরদী উপজেলায় মৌসুমের শুরুতে অতিবৃষ্টি মাঝখানে অনাবৃষ্টি, ও ঘূর্ণিঝড় সব মিলিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। মাঠের ফসল ঘরে তুলতে দিন রাত কাজ করছেন তারা।
কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আমন চাষে সার,বীজসহ সবকিছুর দাম বাড়ায় গত বছরের তুলনায় একর প্রতি ৮০০থেকে ১০০০টাকা খরচ বেশি হয়েছে। বাজারে এখনো নতুন ধান বিক্রি শুরু হয়নি। ধানের দাম বাড়লে তারা খুশি হবে।
সরে জমিনে দেখা গেছে, মনোহরদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমুন ধান কাটছেন কৃষকরা। কয়েক দিনের মধ্যে ধান কাটার ধুম পড়বে।
মনোহরদী উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায় উপজেলায় চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১০৫৬৬হেক্টর জমিতে। আমন চাষে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ১০থেকে ৩০দিনের মধ্যে শতভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পারবেন। এ উপজেলার অনেক কৃষক আমন ধান ঘরে তুলে বোর ধান চাষ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে আমন ধান কেটে বোর ধান চাষ করবেন।
মনোহরদী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার বললেন, এ উপজেলার ভূমি উর্বর থাকায় ধান ও রবি শস্য ভালো হয়। এখন পর্যন্ত ফসলের মাঠ পুরোটাই ভালো আছে। ফলনও ভালো হয়েছে,কৃষকরা ধান কাটা শুরু করেছেন। আশা করছি, কিছু দিনের মধ্যে বেশির ভাগ জমির ধান কাটা শেষ হেব।
আর.আই/






