আল আমীন, ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা দুর্ঘটনায় মোসা. ইভা (৫মাস) বয়সী কন্যা শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ শিশুর বাবা আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জামতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইভা ভোলা সদর উপজেলার চরশোমাইয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো.মনির হোসেনের মেয়ে। নিহত ইভা খাদিজা মনির দম্পত্তির প্রথম সন্তান ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় শিশু ইভা ও তার বাবা মা সহ একটি অটোরিকশা করে নানা বাড়িতে বেড়াতে আসার উদ্দেশ্যে নিজ বাড়ি চরশোমাইয়া থেকে রওনা দেন। তাদের বহন করা অটোরিকশাটি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামতলা নামক এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এসময় শিশু ইভা ছিটকে পাশে থাকা একটি পুকুরে পরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঐ শিশুর বাবা মনির হোসেন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো.শাহীন ফকির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
আর.আই/