মুহাম্মাদ নাছির উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধিঃ গতকাল (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ পঞ্চগড় বাজারের শুঁকটিহাটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পঞ্চগড় ফায়ার সার্ভিসসহ আটোয়ারী, বোদা ও তেতুলিয়ার চারটি ফায়ার সার্ভিস ইউনিট।এর মধ্যেই মুরগি, শুঁটকি ও চিড়ামুড়ির অর্ধশত দোকানঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পাড়লেও স্থানীয়রা ধারণা করছেন কোটি টাকারও বেশি জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক ও পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুল হক সংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি।পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা সংবাদিকদের জানান, পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে সূত্রপাত এবং ক্ষয়-ক্ষতির হিসাব জানা যাবে।
এস.আই/