ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যু ও ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা।
এর আগে, সিদ্দিকুর রহমান জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে তিনি হাল ছাড়েননি, ফের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয় প্রত্যাশী এই অভিনেতা। এক খুদে বার্তায় সিদ্দিক জানান, ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এবারও তিনি এমপি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেন, ঢাকা-১৭ আসন গুলশান-বনানী থেকে মনোনয়ন প্রত্যাশী আমি। সংসদ সদস্য হতে চাই।
এ প্রসঙ্গে সিদ্দিক সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বলেন, আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস আছে, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। সবাইকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি।
এস.আই