আল আমীন ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ব্যটারীচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে মো.রাকিব হোসেন(২২)নামের এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের পেশকার হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
শুক্রবার(১১ নভেম্বর) বিকাল ৪ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাহবুবুর রহমান।
নিহতের পারিবারিক বরাত দিয়ে ওসি জানান,গতকাল বৃহস্পতিবার বিকালে একটি নতুন অটোরিকশা কিনে আনেন রাকিব। পরে সন্ধ্যায় গাড়িটি চার্জে বসানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পষ্ট হোন রাকিব।এসময় তার সাথে থাকা স্ত্রী ঘটনাটি বুঝতে পেরে ঘরে থাকা মেইন সুইচ দ্রুত বন্ধ করে দিলে রাকিব মাটিতে লুটিয়ে পড়েন।পরে তার স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস.আই/






