মুহাম্মাদ নাছির উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধিঃ আজ বুধবার (৯ নভেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনার প্রায় দেড় মাস পর ভূপেন্দ্রনাথ বর্মন (৪০) নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার আনুমানিক ১২ টার দিকে নদীতে করতোয়ার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। পরে জানতে পারা যায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ভূপেন্দ্রনাথ বর্মনের লাশ এটি। ভূপেন্দ্রনাথ বর্মন দেবীগঞ্জ উপজেলা শালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দ।
উপজেলার সহকারী কমিশন (ভূমি) মো. ইমরানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এস.আই/