সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ পড়াশোনায় উৎসাহ বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪৪ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন উপজেলা পরিষদ। উপকরণের মধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, টিফিন বক্স কলম ও খাতা।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এসব শিক্ষা সামগ্রী উপহার বিতরণ প্রদান করা হয়।
এসময় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার ড. মো. হুমায়ুন কবির প্রমুখ।
এস.আই/