সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা আওয়ামী লীগ ও আয়োজক কমিটি। ইতিমধ্যে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা শহর। জেলা-উপজেলা নেতা-কর্মীদের মাঝে বইছে খুশির আমেজ। টাঙ্গাইল স্টেডিয়াম মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি সম্মেলনে যোগ দেয়ার জন্য দুপুর ২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন।
রবিবার (৬ নভেম্বর) রাতে মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে যোগ দিতে দুপুর ২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন।
এরপর দুপুর ২ টা ৩০ মিনিটে টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। বেলা ৩ টায় সম্মেলনে যোগ দিবেন। পরে বিকাল সাড়ে ৪ টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এস.আই/