সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ– টাঙ্গাইলে সাত বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন নেতার নামে তোরণ করা হচ্ছে। সোমবার (৭ নভেম্বর) সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য সানজিদা খানম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি ও মোহাম্মদ সাঈদ খোকন।
সম্মেলন সফল করতে সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার ও শনিবার মঞ্চ পরিদর্শনের আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ জেলা ও উপজেলা এবং শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী পর্ব মহাসমাবেশে রূপ নিবে। এতে করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় কর্মকাণ্ড ও জাতীয় নির্বাচনে গতিশীল দায়িত্ব পালন করবেন।
এস.আই/