এম.এস আরমান, নোয়াখালী প্রতিনিধি:
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও বর্তমান কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে সমিতির সভাপতি নূর হোসাইন ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেন,আমার নির্বাচনি ইশতেহারে বলা হয়েছিলো বসুরহাট পৌরসভায় সকল সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। তারই ধারাবাহিকতায় গত ২৯ শে অক্টোবর বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন কোনো প্রকার প্রভাব ছাড়াই ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অনেকটা জাঁকজমকপূর্ণ আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটিতে দায়ীত্বে আশা সকল দায়ীত্বশীলগনকে অভিনন্দন জানিয়ে বসুরহাট বাজারকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার পাশাপাশি ব্যবসায়ীদের আমানত যথাযথ মূল্যায়ণ করার অনুরোধ জানান মেয়র আবদুল কাদের মির্জা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা উপ সহাকরী নিবন্ধক স্বপন কুমার দাস,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান,উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূরুল আলম সিকদার।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়ীত্বশীলগনকে শপথ বাক্য পাঠ করান নোয়াখালী জেলা উপ-সহকারী নিবন্ধক স্বপন কুমার দাস। এসময় সমিতির সভাপতি হিসেবে শপথ বাক্য পাঠ করেন সমিতির সাবেক দুই দুই বারের সেক্রেটারী ও বসুরহাট পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আবদুল মতিন লিটন। সেক্রেটারী হিসেবে শপথ বাক্য পাঠকরেন সমিতির সাবেক সেক্রেটারী নাজিম উদ্দিন নিজাম।
উল্লেখ্য,গত শনিবার ২৯শে অক্টোবর জাতীয় স্বর্ন পদক প্রাপ্ত বসুরহাটের ব্যবসায়ী সংগঠন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ছে। উৎসব মূখর এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক দুইবারের সেক্রেটারী ও বসুরহাট পৌরসভা বিএনপি’র সভাপতি আবদুল মতিন লিটন। সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক সেক্রেটারী নাজিম উদ্দীন নিজাম।
সহ-সভাপতি পদে মোঃ ওমর ফারুক (বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন), এছাড়াও পরিচালক পদে ৯টি ওয়ার্ডের মধ্যে ৯জন নির্বাচিত হন। ১নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডে জামাল উদ্দিন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়),৩নং ওয়ার্ডে ইসমাঈল বাহার, ৪নং ওয়ার্ডে গোলাম ছরওয়ার,৫ নং ওয়ার্ডে রহিম উল্যা (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়), ৬নং ওয়ার্ডে মোসলেহ উদ্দিন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়), ৭নং ওয়ার্ডে মোঃ জামসেদ, ৮নং ওয়ার্ডে মিজানুর রহমান মানিক, ৯নং ওয়ার্ডে মহিবুল হক নাহিদ নির্বাচিত হয়েছেন।
এন.এইচ/