সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের নাগরপুরে নেশা করতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আজমীর হোসেন (২৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সুলতান হোসেন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে সন্ধ্যায় রানা, আলী, সোলাইমান ও আনোয়ারসহ কয়েক যুবক একসঙ্গে নেশা করছিল। তখন স্বপন তাদের অভিভাবকদের জানায়। একপর্যায়ে স্বপন সিংজোড়ার বাসু মিয়ার চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
এ সময় আজমীর বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। পরে আজমেরীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস.আই/