ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দূর্ঘটনার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৮-১৯ সেশনের জান্নাতুন নাইম অন্তু নামে এক শিক্ষার্থী।
সরেজমিন সূত্রে জানা গেছে, আহত ছাত্রী শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান ফটকের বিপরীত পাশের দোকানগুলো থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাস্তা পার হচ্ছিল। রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের নিচে পড়ে যায় অন্তু। এসময় তার সামনের দুটি দাঁত ভেঙ্গে যায় এবং কোমড় ও হাটুতে গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে ইবির মেডিকেলে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়ায় সদর হাসপাতালে পাঠানো হয়।
কর্তব্যরত ইবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. শাহেদ বলেন, ভুক্তভোগী ছাত্রীর উপর দিয়ে অটো চলে যাওয়ায় কোমড় ও হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছে। এবং সামনের দুটি দাঁত ভেঙে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে কোন ফ্রাকচার হয়েছে কিনা তার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট তালাবদ্ধ করে, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। সেসময়ে উপস্থিত শিক্ষার্থীরা মূল গেটের সামনে টিকসই স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রিজের জন্য দাবি জানান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রশাসনকে লক্ষ্য করে বিভিন্ন প্রকার স্লোগান দেন।
সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির ব্যপারে আস্বস্ত করেন এবং পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।