আবুবকর সিদ্দিক, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা:
ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আজ ২৪ অক্টোবর সোমবার সৈয়দ ফজলুল করিম রহ. এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, শায়েখ রহ: এর ঐতিহাসিক দর্শন “শুধু নেতা নয় নীতির ও পরিবর্তন চাই”। এটার বাস্তবায়ন-ই কেবলমাত্র দেশে দূর্নীতি, দুঃশাসনের অবসান ঘটাতে পারে।তিনি আরো বলেন ২ নম্বার নেতার কাছে দেশ কখনো ১ নম্বার হতে পারে না।
বক্তাগণ বলেন শায়েখ রহ: ছিলেন দার্শনিকের চেয়ে একটু বেশি কিছু। অন্যান্য দার্শনিক গণ শুধু তাদের দর্শন দিয়ে গেছেন তার বাস্তবায়ন ঘটাননি । এদিকে শায়েখ ফজলুল করিম রহ. দর্শন দেবার সাথে সাথে তার বাস্তবায়ন ঘটিয়ে দেখিয়েছেন।
বক্তাগণ আরো বলেন শায়েখ ফজলুল করিম রহ: এর একটি স্বপ্ন ছিলো সুদমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
এছাড়াও বক্তাগণ শায়েখ ফজলুল করিম রহ এর বিভিন্ন রাজনৈতিক দর্শনের উপর আলোকপাত করেন।