মুহাম্মাদ ফরহাদ আলম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাক-চার্জার ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আত্রাই নদীর ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলা নজিপুর পুরাতন বাজার এলাকার আইজার প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদুল ইসলাম চার্জার ভ্যান নিয়ে সাপাহার উপজেলা থেকে নজিপুর আসছিলেন। এসময় চার্জার ভ্যানটি আত্রাই নদীর শহীদ সিদ্দিক প্রতাব ব্রিজের উপর উঠলে বিপরীত দিক থেকে আসা সাপাহার গামী একটি ট্রাকের সাথে চার্জার ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করে নি।