এম.এ রাকিব, ঢাকা কলেজ প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখা সভাপতি মুহাম্মদ কাওসার আহমেদ এর নেতৃত্বে ঢাকা কলেজ ক্যম্পাসের বিভিন্ন স্থানে দাওয়াতি সভা ও লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সভাপতি মুহাম্মদ কাওসার আহমেদ বলেন, মানবরচিত কুফুরি সংবিধানের পরিবর্তে বিশ্ব সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার আলোকে আমরা এ সমাজ গড়তে চাই। জুলুম-নির্যাতন,দুর্নীতি-দুঃশাসনের অক্টোপাশে বন্দী এ সমাজকে মুক্ত করে ন্যয় ও ইনসাফের রাজ্য কায়েম করতে চাই।
আল্লাহর এই জমিনে খোদাদ্রোহী সকল তাগুতের দম্ভ চূর্ণ করে তাওহীদের কালিমাখচিত বিজয় পতাকা উড়াতে চাই। মুছে ফেলতে চাই অতীতের কলংকময় অধ্যায়গুলো। গড়তে চাই নতুন সমাজ। এসব উদ্দেশ্য নিয়ে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখা দাওয়াতি সভা ও লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ করছি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখা সহ-সভাপতি ইলিয়াস হাসান, প্রশিক্ষণ সম্পাদক এম.এ রাকিব।






