কুয়েত আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে ও কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব কুরআন প্রতিযোগিতার একাদশ আসরে মোট তিনটি ক্যাটাগরিতে ১১৭টি দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের গর্ব হাফেজ আবু রাহাত।
হাফেজ আবু রাহাতের এ জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ সন্ধ্যায় ইসলামী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাকে এ অভিনন্দন জানানো হয়।
প্রসঙ্গত, সৌদির প্রতিবেশী দেশ কুয়েত জয় করেছে বাংলাদেশী ক্ষুদে হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে সে।
স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ১১৭টি দেশের মধ্যে অনূর্ধ্ব ১৫ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ আবু রাহাত।
হাফেজ আবু রাহাত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামের রমজান আলীর ছেলে। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি। আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।