বেফাককে আমূল ঢেলে সাজাতে চান নব-নিযুক্ত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভি। ঢেলে সাজানোর পরিকল্পনা কেমন, কোন কোন বিষয়ে তিনি আগে কাজ করবেন জানতে চাইলে তিনি প্রেজেন্ট প্রেজেন্ট নিউজকে দশটি কর্মপরিকল্পনার কথা জানান। নিচে পরিকল্পনাগুলো তুলে ধরা হলো।
১. প্রথমেই আমি বেফাক অফিসে মুহতামিম হয়রানি বন্ধ করব। দূর-দূরান্ত থেকে অনেক মাদরাসার মুহতামিম বিভিন্ন কাজে বেফাকে অফিসে এসে ভাল আচরণ পান না বলে অভিযোগ আছে। সেটা আমি দূর করার চেষ্টা করব।
২. মাদরাসার নিবন্ধন করতে এসেও অনেকে হয়রানির শিকার হন। আমি নিবন্ধন হয়রানি বন্ধ করব।
৩. পরীক্ষার প্যাটার্ন আমূল বদলে দিব। কেবল সাজেশন পড়ে কেউ ভালো নম্বর তুলতে পারবে না, এমন।
৪. বেফাকের অধীনে পরীক্ষা দিয়ে যারা ফারেগ হয়েছেন, তাদের নিয়ে গঠন করব একডেমিক ক্লাব। যেন তারা সবাই ঐক্যবদ্ধ থাকে। সবাই এক জায়গায় বসে আলাপ-আলোচনা করতে পারে।
৫. বেফাক অফিসে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে। সেগুলো সঠিক তদন্ত করে নিরসন করব। বেফাক থাকবে স্বচ্ছ।
৬. বেফাক অফিসে মিডিয়া সেল থাকবে। আমাদের যেসব ছেলে মিডিয়ায় কাজ করে, তাদের সঙ্গে যুক্ত থাকবে। কেউ যদি বেফাক নিয়ে প্রতিবেদন করতে চায়, কিছু লিখতে চায়, সে যেন সব তথ্য সহজেই পায়, তার ব্যবস্থা করা হবে।
৭. প্রকাশনা সেক্টরে যারা কাজ করে, তাদের জন্য একটি কর্ণার করব বেফাক অফিসে।
৮. আমাদের ছেলেরা যারা লেখক, তাদের প্রতিটি বইয়ের তিনটি করে কপি রাখব বেফাকের লাইব্রেরীতে।
৯. আমি বেফাকের জন্য গড়ে তুলতে চাই সর্ববৃহৎ কুতুবখানা। যেখানে আমাদের গবেষকরা গবেষণা করতে পারবেন।
১০. বেফাক অফিসে ইসলাহি প্রোগ্রাম হবে। যেমন, বিভিন্ন আল্লাহওয়ালাদের এনে তাদের নাসিহত শোনা এবং তাদের থেকে পরামর্শ নেয়া।