সাইফুল ইসলাম, টাঙ্গাইল : সখীপুরে ১৫ কিশোরের বিভিন্ন রং ও ছাঁটের চুল কেটে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম।
বুধবার সখীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘ইভটিজার ও বখাটে’ সন্দেহে প্রায় ১৫ কিশোরকে আটকের পর নাপিত দিয়ে চুল কাটার পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন স্টাইল ও রঙে কেটে বখাটেরা স্কুল-কলেজ চলাকালীন রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তার মোড়ে ওত পেতে থেকে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ নিয়ে একাধিক অভিভাবক থানায় অভিযোগও করেন।
বখাটেদের উত্ত্যক্তের কারণে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা গত ১৬ মে মোক্তার ফোয়ারা চত্বরে মানববন্ধন করেন।
সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, বখাটেদের কারণে মেয়েরা রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।
সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বখাটেদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। যাদের ধরে আনা হয়েছে তারা সবাই অযথা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।






