বাংলাদেশে এই প্রথম অফিসিয়াল ভাবে দুইজন নারী আম্পায়ার যাত্রা শুরু করলেন। তাদের মধ্যে একজন নওগাঁর মেয়ে ডলি রানী সরকার। তিনি ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দায়িত্ব পালন করবেন। ঘরের মেয়ের এমন ভালো খবরে গৌরব আর আনন্দে ভাসছে তার নিজ জেলা নওগাঁবাসী।
ডলি রানীর পরিবারে পাঁচ সদস্য। বাবা, মা, দুই বোন ও এক ভাই। বড় বোন গৃহিণী আর ভাই নিমাই দাস চাকরির পাশাপাশি একজন সংস্কৃতিকর্মী।